১০ লাখ টাকা মুক্তিপণের জন্য নিজ ভাতিজাকে অপহরণ করে চাচা নিজেই থানায় জিডি করে আটক
গাজীপুর ভিউঃ ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য নিজ ভাতিজাকে অপহরণ করে চাচা নিজেই থানায় জিডি করে আটক।
নিখোঁজের পাঁচ দিন পর রামিমুল হাসান বিজয় নামে এক কিশোরের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। আজ পহেলা অক্টোর ২০২৩ ইং রোজ রোববার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্নপুর গজারি বন থেকে উদ্ধার করা হয় তার লাশ।
![]() |
এই ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ বলছে, আপন বড় ভাইয়ের ছেলেকে হত্যার পর থানায় গিয়ে জিডি করেছিলেন চাচা জুয়েল বেপারী নিজেই। অপহরণের একদিন পর বিজয়ের বাবার মুঠোফোনে কল করে অপর প্রান্ত থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জিডির করার পর নিহত বিজয়ের চাচা জুয়েল বেপারী সহ আরো ২ জন সহযোগীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্য মতে কর্ণপুর গজারী বন থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে।
ভিডিও লিংকঃ

Comments
Post a Comment