Posts

Showing posts from December, 2023

বাংলাদেশের তিন পালোয়ান

  বাংলাদেশের তিন পালোয়ান ১। শাহ পালোয়ান মাতঙ্গী উনি বাংলার শেষ স্বাধীন সুলতান, সুলতানউস সুলতান মুসা খানের তাঁবে মাতং বিভাগের শাসক আছিলেন। মাতং কোন জোয়ার তা ঠিক জানা না গেলেও ইতিহাসের বিচারে ধারনা করা হয় মাতং সিলেটের তরফের দখিনপূবে আছিল। সম্ভবত মাতংয়ের বেশীরভাগ হালের বাংলাদেশের বাইরে। শাহ পালোয়ান মুঘলদের আড়ে যুদ্ধে শহীদ হন। এইখানে একটা দুঃখের গপ্প আছে। মুসা খানের আরেকজন শাসক আছিলেন সোনারগাঁওয়ের আমির হাজী শামসুদ্দীন বাগদাদী। যুদ্ধে মুঘলগো কাছে হাইরা হাজী শামসুদ্দীন বাগদাদী মুঘলগো চাকরি নেন। মুঘল সুবেদার ইসলাম খান হাজী শামসুদ্দীনকেই পালোয়ানের আড়ে পাঠায়। এর আগে পাঠান নেতা খাজা ওসমান লোহানী মুঘলগো তাড়া খাইয়া মোমেনশাহীর বুকাইনগরে উনার রাজধানী করছিলেন ও পরে সিলেট যান। হাজী শামসুদ্দীন যেইকালে পালোয়ানের সাথে যুদ্ধ করতে আহেন খাজা ওসমানের ভাই খাজা মালহী লোহানী ও ছেলে মোমরিজ খান লোহানী সিলেটের তরফে আছিলেন। উনারা শাহ পালোয়ানের দলে যোগ দেন ও বারবার হাজী শামসুদ্দীন বাগদাদীর গড়া মুঘল ক্যাম্পে হামলা করেন। তিনবার ক্যাম্পের ভিতরে ঢুইকা মুঘলগো সাথে হাতাহাতি যুদ্ধ করেন। শেষে একটা যুদ্ধ হয় শাহ পালোয়ানের...